আগামী এক মাস পরেই লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসর শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এ বছর আর এই টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে না। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ বছরের এলপিএল স্থগিত করা হয়েছে।
এলপিএল স্থগিতের প্রধান কারণ হলো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, যার সহযোগী আয়োজক হিসেবে রয়েছে শ্রীলঙ্কা।
আইসিসির নির্দেশনা অনুযায়ী, ২০ দলের বিশ্বকাপের জন্য সব ভেন্যুর মান বজায় রাখা আবশ্যক। এই শর্ত পূরণের জন্য স্টেডিয়ামগুলোর অবকাঠামো উন্নয়ন ও সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য সময় প্রয়োজন বলে জানিয়েছে এসএলসি।
ষষ্ঠ এলপিএল-এর ২৭ নভেম্বর শুরু হয়ে ২৩ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। কলম্বো, ক্যান্ডি ও ডাম্বুলাকে ভেন্যু হিসেবে বিবেচনা করা হয়েছিল। ফ্র্যাঞ্চাইজিটি কবে হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানাবে এসএলসি।