spot_img

হামাস ও গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুধবার (২২ অক্টোবর) সতর্ক করে বলেছেন, হামাসকে নিরস্ত্র করা এবং গাজার শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়া এক কঠিন চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও পুনর্গঠন পরিকল্পনা নিয়ে তিনি ইসরায়েল সফরে এসে মিত্র দেশটিকে আশ্বস্ত করেছেন।

তিন দিনের সফরের দ্বিতীয় দিনে ভ্যান্স ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। এই সফর যুক্তরাষ্ট্রের উদ্যোগে তৈরি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের অংশ, যার উদ্দেশ্য যুদ্ধের অবসান, জিম্মিদের ফেরত আনা এবং ধ্বংসস্তূপে পরিণত গাজা পুনর্গঠন।

ভ্যান্স বলেন, “আমাদের সামনে কঠিন কাজ হামাসকে নিরস্ত্র করা, গাজা পুনর্গঠন করা এবং গাজার মানুষের জীবনমান উন্নত করা, তবে এমনভাবে যাতে হামাস আর ইসরায়েলের জন্য হুমকি না হয়।”

মঙ্গলবার ভ্যান্স দক্ষিণ ইসরায়েলে সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার উদ্বোধন করেন, যেখানে যুক্তরাষ্ট্র ও মিত্র সেনারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে যৌথভাবে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও গাজায় মানবিক সহায়তা তত্ত্বাবধান করবেন।

তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা অনুসারে একটি “আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী” গঠন করা হবে, যা ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের পর গাজায় শান্তি বজায় রাখবে। তবে কোনো মার্কিন সেনা গাজার ভেতরে মোতায়েন হবে না, বরং কিরিয়াত গাতের সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার থেকে সমন্বয় করবে।

খবরে বলা হয়েছে, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তুরস্ক এই বাহিনীতে সেনা পাঠাতে পারে—যা ইসরায়েলি জনমতকে নড়বড়ে করেছে। এ বিষয়ে নেতানিয়াহু বলেন, “তুরস্কের ভূমিকা নিয়ে আমার খুব স্পষ্ট মতামত আছে। আন্দাজ করতে চান কী সেটা?”

রোববার নতুন সহিংসতায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়, যার জবাবে ইসরায়েল বিমান হামলায় ৪৫ জন ফিলিস্তিনি নিহত করে। তবুও ভ্যান্স আশাবাদ ব্যক্ত করেন, যুদ্ধবিরতি টিকে থাকবে এবং শান্তি পরিকল্পনা এগিয়ে যাবে।

নেতানিয়াহু বলেন, “আমরা দুইটি লক্ষ্য অর্জন করেছি—প্রথমত, হামাসের গলায় ছুরি ধরেছি; দ্বিতীয়ত, আরব বিশ্বে হামাসকে বিচ্ছিন্ন করেছি। প্রেসিডেন্ট ট্রাম্প ও তার টিম এ ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখেছেন।”

সর্বশেষ সংবাদ

গাজায় গণহত্যা নিয়ে জাতিসংঘের নতুন প্রতিবেদন প্রকাশ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজে গাজা উপত্যকায় ইসরায়েলি শাসনের গণহত্যা বিষয়ে তার সর্বশেষ কঠোর প্রতিবেদন প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ