অবশ্য চলতি মৌসুমে গোল খরা কাটালেন জুড বেলিংহ্যাম। এই ইংলিশ তারকার ফর্মে ফেরার ম্যাচে ফের জয় পেয়েছে রিয়াল।
চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে অপরাজেয় ধারা ধরে রাখল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে জুভেন্টাসের বিপক্ষে জুড বেলিংহামের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে জাবি আলোনসোর দল।
এই জয়ের ফলে ২০২৫-২৬ মৌসুমে নিজেদের প্রথম তিন ম্যাচেই পূর্ণ পয়েন্ট সংগ্রহ করেছে লস ব্লাঙ্কোরা। তবে ম্যাচজুড়ে প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি মাদ্রিদকে।
প্রথমার্ধজুড়ে একের পর এক আক্রমণ গড়েও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ব্রাহিম দিয়াজ, অরেলিয়েন চুঁয়োমেনি ও আর্দা গুলেরের শটগুলো দারুণভাবে ঠেকিয়ে দেন জুভেন্টাস গোলরক্ষক মিকেলে দি গ্রেগরিও। প্রথমার্ধের শেষদিকে কিলিয়ান এমবাপ্পের শক্তিশালী শটও রুখে দেন এই ইতালিয়ান কিপার।
দ্বিতীয়ার্ধে শুরুতেই সুযোগ পেয়েছিল জুভেন্টাস।কিন্তু দুশান ভ্লাহোভিচের শট দারুণভাবে রুখে দেন থিবো কুর্তোয়া।
এটা ছিলো রিয়াল মাদ্রিদের জার্সিতে থিবো কর্তোয়ার ৩০০তম ম্যাচ। বেলজিয়ান গোলরক্ষক মাইলফলকের ম্যাচটিতে ক্লিনশিট আদায় করে নিয়েছেন, সে জন্য ৬ বার গোল ঠেকাতে হয়েছে তাকে। চেলসি থেকে তিনি রিয়ালে যোগ দিয়েছিলেন ২০১৮ সালের বিশ্বকাপ শেষে
এর কিছুক্ষণ পরেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বেলিংহাম। ৫৭তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে আসলে রিবাউন্ড থেকে বল জালে জড়িয়ে দেন ইংলিশ তারকা।
২০২৫-২৬ মৌসুমে এটি তাঁর প্রথম গোল। জুলাইয়ে কাঁধের অস্ত্রোপচারের পর থেকে দীর্ঘসময় পুনর্বাসনে ছিলেন বেলিংহাম। মাঠে ফিরলেও তাঁকে পুরো ম্যাচ আজকের আগে খেলানো হয়নি। অক্টোবরের ফিফা উইন্ডোতে ইংল্যান্ড কোচ টমাস টুখেল তো তাঁকে দলেই রাখেননি।
৩৬ দলের পয়েন্ট তালিকায় জুভেন্টাস এখন ২ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে। আর তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ পাঁচে। সমান পয়েন্টের পরও গোল ব্যবধানে থাকায় রিয়ালের সামনে আর্সেনাল, ইন্টার মিলান, বায়ার্ন ও পিএসজি। এর মধ্যে বায়ার্ন আজ ক্লাব ব্রুগাকে হারিয়েছে ৪-০ গোলে। জার্মান দলটির হয়ে গোল করেছেন লেনার্ট কার্ল, হ্যারি কেইন, লুইস দিয়াজ ও নিকোলাস জ্যাকসন।