spot_img

আরব সাগর থেকে শতকোটি ডলারের মাদক জব্দ করলো পাকিস্তান

অবশ্যই পরুন

সৌদি নেতৃত্বাধীন কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেসের (সিএমএফ) অংশ হিসেবে পরিচালিত এক অভিযানে আরব সাগরে দুটি নৌযান থেকে প্রায় ১০০ কোটি ডলার মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে পাকিস্তান নৌবাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সিএমএফ গত বুধবার (২২ অক্টোবর) বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে জানানো হয়, গত সপ্তাহে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক অভিযানে পাকিস্তান নৌবাহিনী নৌযানগুলো আটক করে এবং প্রায় ৯৭ কোটি ২০ লাখ ডলারের বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করে।

বিবৃতিতে বলা হয়েছে, ১৮ অক্টোবর প্রথম অভিযানে নৌবাহিনীর সদস্যরা একটি নৌযানে অভিযান চালিয়ে দুই টনেরও বেশি ‘ক্রিস্টাল মেথামফেটামিন (আইস)’ উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য ৮২ কোটি ২৪ লাখ ডলার।

এর ৪৮ ঘণ্টারও কম সময় পর দ্বিতীয় অভিযানে আরেকটি নৌযানে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি আইস (মূল্য প্রায় ১৪ কোটি ডলার) এবং ৫০ কেজি কোকেন (মূল্য এক কোটি ডলার) জব্দ করা হয়।

সিএমএফ জানায়, নৌযানগুলোর উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানানো সম্ভব হয়নি, তবে সেগুলোকে “জাতীয়তাবিহীন” বলে চিহ্নিত করা হয়েছে।

এই অভিযানগুলো সরাসরি সৌদি নেতৃত্বাধীন কম্বাইন্ড টাস্ক ফোর্স ১৫০-এর সহায়তায় পরিচালিত হয়। টাস্ক ফোর্সটি জানায়, এই সফল অভিযান বহুজাতিক সহযোগিতার গুরুত্বের একটি উজ্জ্বল উদাহরণ।

সিএমএফ টাস্ক ফোর্সের কমান্ডার, সৌদি নৌবাহিনীর কমোডর ফাহাদ আলজোয়াইদ বলেন, এটি সিএমএফের ইতিহাসে অন্যতম সফল মাদক জব্দ অভিযান।

বিবৃতিতে আরও জানানো হয়, সিএমএফ ৪৭টি দেশ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক নৌ জোট, যার মূল দায়িত্ব বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান রোধে ৩২ লাখ বর্গমাইলেরও বেশি জলসীমা তদারকি করা।

পাকিস্তান নৌবাহিনী পৃথক বিবৃতির মাধ্যমে জানায়, এই অর্জন আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা, বৈশ্বিক শান্তি এবং সমুদ্রে অবৈধ পাচারের বিরুদ্ধে তাদের অটল প্রতিশ্রুতির প্রতিফলন।

সূত্র: আল-জাজিরা, দ্য ডন

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, হাসপাতালে ৮০৩ জন

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা...

এই বিভাগের অন্যান্য সংবাদ