spot_img

শিগ্‌গিরই হচ্ছে না ট্রাম্প-পুতিন বৈঠক

অবশ্যই পরুন

সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠকটি স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই দেশই নিশ্চিত করেছে এ তথ্য।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে একটি প্রস্তুতিমূলক বৈঠকের কথা ছিল। কিন্তু হোয়াইট হাউজ জানিয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ইতোমধ্যে ফলপ্রসূ ফোনালাপ হয়েছে। ফলে সরাসরি সাক্ষাৎ প্রয়োজনীয় নয় বলে মনে করা হয়েছে। তবে বৈঠক স্থগিতের কারণ নিয়ে হোয়াইট হাউজ আর কোনও বিস্তারিত তথ্য দেয়নি।

এর আগে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানিয়েছিলেন, দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন তিনি। তবে শিগ্‌গিরই এমন কিছু হচ্ছে না বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

ট্রাম্প বলেন, একটি বৈঠক ফলপ্রসূ না হলে তা আয়োজন সময়ের অপচয়। আর আমি সেটা চাই না। দেখা যাক কী হয়। আমরা দারুণ দারুণ শান্তি চুক্তি করেছি। সেখানে দু’দেশ পরস্পরের মানুষকে হত্যা করছে। সপ্তাহে ৫ থেকে ৭ হাজার সেনা মরছে। আমি থাকলে এই যুদ্ধ শুরুই হতো না। এখন বন্ধের চেষ্টা করছি।

অপরদিকে মস্কো জানিয়েছে, ট্রাম্প-পুতিন সাক্ষাতের বিষয়ে এখনও কোনো দিন-তারিখ ঠিক করা হয়নি। বৈঠক আয়োজনে বড়সড় প্রস্তুতি নিতে হবে। আর তাতে বেশ খানিকটা সময় লাগবে।

সর্বশেষ সংবাদ

আচমকা ফুটবল মাঠে আছড়ে পড়লো বিমান, হতভম্ব সবাই! (ভিডিও)

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লং বিচ শহরের একটি পার্কের ফুটবল মাঠে জরুরি অবতরণ করতে গিয়ে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ