spot_img

হামাস নির্মূলে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ— দাবি ট্রাম্পের

অবশ্যই পরুন

হামাসকে নির্মূল করতে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে দেয়া এক পোস্টে এমন দাবি করেন তিনি।

হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন পর্যন্ত ধৈর্য্য ধারণ করে আছেন তিনি। হামাস চুক্তি ভঙ্গ করলে দ্রুততম সময়ে ক্ষিপ্র ও ভয়ঙ্করভাবে নিশ্চিহ্ন করা হবে তাদের।

এ সময় ট্রাম্প দাবি করেন, এই কাজে তাকে সাহায্য করতে আগ্রহী মধ্যপ্রাচ্যের বেশকিছু মিত্রদেশ। ট্রাম্পের অনুরোধ মাত্রই গাজার উদ্দেশে ভারী অস্ত্রশস্ত্রসহ সেনা পাঠাবে তারা। তবে কোন দেশগুলো এমন প্রতিশ্রুতি দিয়েছে তা স্পষ্ট করেননি তিনি।

সর্বশেষ সংবাদ

প্রশাসনের নিরপেক্ষতা বিশ্বাসযোগ্যতার মূল ভিত্তি: ভূমি সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ মন্তব্য করেছেন যে, নির্বাচনকালীন সময়ে প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারিই নির্বাচনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ