spot_img

রিশাদের হাত ধরে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের পুঁজি ২১৩

অবশ্যই পরুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্পিন সহায়ক পিচে রান তুলতে ফের সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশ ব্যাটারদের। তবে শেষদিকে রিশাদ হোসেনের বিধ্বংসী ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে স্বাগতিকরা। মেহেদী মিরাজের টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তের পর দলের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি; সর্বোচ্চ রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে ৮৯ বলে ৪৫ রান।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের কালো মাটির পিচে আজ আবারও ক্যারিবীয় স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে স্বাগতিকরা ছিল দিশেহারা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটি আবারও ব্যর্থ হয়। সাইফ হাসান ১৬ বলে মাত্র ৬ রান করে আকিল হোসেনের বলে আউট হন। দলীয় রান তখন ২২।

এরপর ক্রিজে আসা তাওহীদ হৃদয় আগের ম্যাচের মতো দলের হাল ধরতে পারেননি। সৌম্যর সঙ্গে ১৯ রানের জুটি গড়ে গুদাকেশ মোতির বলে ১৯ বলে ১২ রান করে ফেরেন তিনি। নাজমুল শান্ত (১৫ রান) এবং মাহিদুল অঙ্কণও (১৭ রান) ইনিংস বড় করতে পারেননি। এই সময়ে ক্যারিবীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন ওপেনার সৌম্য সরকার। ব্যক্তিগত অর্ধশতকের দিকে এগিয়ে গেলেও, দলীয় ১০৩ রানের মাথায় তিনিও বিদায় নেন। সাজঘরে ফেরার আগে তাঁর সংগ্রহ ৮৯ বলে ৪৫ রান।

এরপর নূরুল হাসান সোহান ও নাসুম আহমেদও উল্লেখযোগ্য অবদান রাখতে ব্যর্থ হলে বড় সংগ্রহের আশা ফিকে হয়ে যায়। কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ হোসেন। মাত্র ১৪ বলে ৩৯ রানের এক ঝড়ো ইনিংস খেলে দলের স্কোর দুইশ’র ওপরে নিয়ে যান তিনি।

তার এই ঝড়ো ইনিংসে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রানের সম্মানজনক সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। এখন দেখার পালা, এই চ্যালেঞ্জিং স্কোর নিয়ে ক্যারিবীয়দের ঘূর্ণি ফাঁদে ফেলতে পারেন কি না টাইগার বোলাররা।

সর্বশেষ সংবাদ

রুদ্ধশ্বাস সুপার ওভারে বাংলাদেশকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। এই রান ডিফেন্ড করতে সাইফ হাসানের ওপর ভরসা রাখেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ