spot_img

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট: ২২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন কেশভ

অবশ্যই পরুন

লাহোরের পর রাওয়ালপিন্ডিতেও চলছে স্পিনারদের রাজত্ব। যেখানে স্পোর্টিং পিচ হওয়ার কথা ছিল, সেখানেও শুরুতেই দেখা গেল স্পিন দাপট। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ একাই গুঁড়িয়ে দিলেন পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। গতকাল (সোমবার) শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি একাই ১০২ রানের বিনিময়ে ৭ উইকেট শিকার করেছেন। এটি পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে কোনো স্পিনারের সেরা বোলিং ফিগার।

প্রথম দিন শেষে তিন ব্যাটারের ফিফটিতে শান মাসুদের দল ৫ উইকেটে ২৫৯ রান তুলেছিল। কিন্তু আজ (মঙ্গলবার) সকালে মাত্র ৭৪ রান যোগ করতেই বাকি ৫ উইকেট হারায় স্বাগতিকরা। পাকিস্তান অলআউট হয় ৩৩৩ রানে। প্রোটিয়াদের পক্ষে একাই ৪২.৪ ওভার বল করে ৭ উইকেট শিকার করেন কেশভ মহারাজ।

এই পারফরম্যান্সের মধ্য দিয়ে কেশভ ২২ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙে দিলেন। এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার আরেক বাঁ-হাতি স্পিনার পল অ্যাডামসের ১২৮ রানে ৭ উইকেট নেওয়ার রেকর্ডটি ছিল সেরা। সেই ম্যাচটি হয়েছিল লাহোরে।

তবে পেসার-স্পিনার মিলিয়ে সেরা বোলিং ফিগারের পরিসংখ্যান দেখলে কেশভের ওপরে আছেন শুধু কাইল অ্যাবট। তিনি ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ২৯ রানের বিনিময়ে ৭ উইকেট শিকার করেছিলেন।

এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে ১২তম ‘ফাইফার’ (এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট) নিলেন কেশভ মহারাজ। তিনি ছাড়াও রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে সিমন হারমার ২ এবং কাগিসো রাবাদা ১টি উইকেট পেয়েছেন।

পাকিস্তানের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক শান মাসুদ (৮৭)। এ ছাড়া সৌদ শাকিল ৬৬, আব্দুল্লাহ শফিক ৫৭ এবং সালমান আলি আগা ৪৫ রান করেন।

সর্বশেষ সংবাদ

‘ইসরায়েল না মানলেও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ’

দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন, খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও। রোববার (৩০...

এই বিভাগের অন্যান্য সংবাদ