spot_img

ইতালির লিগে ঝড় তুলছেন, কে এই আর্জেন্টাইন তরুণ

অবশ্যই পরুন

ইতালির শীর্ষ লিগ সিরি‘আ’তে ঝড় তুলছেন আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার নিকো পাজ। রিয়াল মাদ্রিদ থেকে ধারে কোমোতে যোগ দিয়েই নিজের প্রতিভার বিস্ফোরণ ঘটিয়েছেন ২০ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।

সর্বশেষ ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে কোমোর ঐতিহাসিক ২-০ গোলের জয়ে জ্বলজ্বলে অবদান রাখেন নিকো। একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরেকটি গোল। ১৯৫২ সালের পর এই প্রথমবার জুভেন্টাসকে হারানোর জয় এসেছে পাজের ঝলকে।

ম্যাচের শুরুতেই কর্নার থেকে অসাধারণ এক ক্রসে বল জুভেন্টাসের বক্সে পাঠান নিকো, যা থেকে গোল করেন মার্ক-ওলিভার কেম্প। এরপর ৭৯তম মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে সেরা মুহূর্তটি উপহার দেন। জুভেন্টাসের ডিফেন্ডার আন্দেয়া কম্বিয়াসোকে কাটিয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে জালে বল পাঠান এই আর্জেন্টাইন।

২০২৫-২৬ মৌসুমে সিরি‘আ’তে এখন পর্যন্ত ৪ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন নিকো পাজ। শুধু পরিসংখ্যানেই নয়, মাঠে গোলের সুযোগ তৈরি, দ্রুত পজিশন পরিবর্তন, ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা ও নিঁখুত ফিনিশিংয়ে নিজেকে করে তুলেছেন অন্যতম সেরা তরুণ তারকা।

কোমোর কোচ ও সাবেক স্প্যানিশ তারকা সেস ফ্যাব্রেগাস শিষ্য নিকোর প্রশংসায় ভাসছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নিকো একজন দুর্দান্ত খেলোয়াড়। তার প্রতিভা ও শারীরিক সামর্থ্য দুটোই আছে। আমি বুঝতে পারি কে ক্ষুধার্ত, কার মানসিকতা বড় কিছু হওয়ার মতো। সে যেখানে যেতে চায়, যেতে পারবে।’

নিকোর এই উত্থান চোখ এড়ায়নি রিয়াল মাদ্রিদেরও। কোমোয় তার পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে লস ব্লাঙ্কোসরা। আগামী মৌসুমেই তাকে মূল দলে ফিরিয়ে আনার কথা ভাবছে ক্লাবটি।

তরুণ এই মিডফিল্ডারের অসাধারণ ফর্ম নজরে এসেছে আর্জেন্টিনা জাতীয় দলেরও। ইতোমধ্যেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। লক্ষ্য—২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে আর্জেন্টিনার মধ্যমাঠে জায়গা পাকাপোক্ত করে নেওয়া।

সর্বশেষ সংবাদ

কোরিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান

বাংলাদেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আজ মঙ্গলবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ