spot_img

আগুনের ঘটনাগুলো নাশকতা কিনা তদন্তের পর জানা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

পরপর কয়েকদিন বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা নিয়ে এখনই কিছু বলা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এটি নাশকতা কি না, তা তদন্ত শেষে জানা যাবে।

সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এই প্রথমবারের মতো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা আগের কোনো নির্বাচনে হয়নি। একইসঙ্গে তিনি বলেন, গত তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা প্রশাসনিক কর্মকর্তারা এবার দায়িত্ব পালন করতে পারবেন না।

পুলিশের জন্য ৪০০টি বডি ক্যামেরা কেনার উদ্যোগ সম্পর্কে তিনি জানান, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এছাড়া, দেশের বাইরে থাকা প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি বিমান ভাড়া কমানো সম্ভব কি না, সে বিষয়েও আলোচনা চলছে।

দেশে নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশ ঝুঁকিতে পড়বে—আইজিপির এমন মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সবশেষে তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই বিমানবন্দরে ই-গেইট খুলে দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত

সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে গঠিত জাতীয় বেতন কমিশন। প্রস্তাবে গত ১০ বছরের ব্যবধানে বেতন...

এই বিভাগের অন্যান্য সংবাদ