spot_img

শাহজালালের ৯ নং গেটে এখনও শুরু হয়নি আমদানি পণ্য খালাস কার্যক্রম

অবশ্যই পরুন

হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পর ঘোষিত ৯ নং গেটে থেকে আমদানি পণ্য খালাস হওয়ার কথা থাকলেও এখনও শুরু হয়নি কার্যক্রম। সোমবার (২০ অক্টোবর) সকাল থেকেই গেটের সামনে অপেক্ষায় আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট ও কুরিয়ার প্রতিনিধিরা।

বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে আমদানি পণ্য খালাস প্রক্রিয়া। শনিবার কাস্টমস হাউস কমিশনার মো মসিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে আমদানিকারক ও অংশীজনদের জানানো হয়, বিকল্প হিসেবে হজরত শাহজালাল বিমানবন্দরের ৯ নং গেট থেকে পণ্য খালাস সম্পন্ন হবে৷ আমদানি পণ্যসমূহের কায়িক পরীক্ষণ ও শুল্ক প্রক্রিয়া সম্পন্নে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয় চিঠিতে৷

তবে আজ সকাল থেকেই আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট ও কুরিয়ার প্রতিনিধিরা অপেক্ষায় ছিলেন। এ সময় তারা জানান, বিমান বা কাস্টমস কর্তৃপক্ষের কোনও কার্যক্রম তাদের নজরে আসেনি। কার্গো ভিলেজ থেকে কয়েকটি গেট দিয়ে ভিন্ন ভিন্ন পণ্য খালাস হলেও ঘোষিত ৯ নং গেট এ সকল পণ্য খালাসে সংশয় প্রকাশ করেন তারা৷

তারা আরও জানান, ভারী পণ্য খালাসে হাইস্টার বা ফর্কলিফট এর মতো পরিবহন না থাকায় কিভাবে এসকল পণ্য খালাস হবে তা নিয়ে শঙ্কার কথা জানান৷ সময়মতো আমদানি পণ্য খালস না হলে বড় ব্যবসায়িক ক্ষতির শঙ্কা তাদের৷

এর আগে, শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে আগামীকাল রোববার আগুন পুরোপুরি নির্বাপণ করে ফায়ার সার্ভিস।

সর্বশেষ সংবাদ

শাকিব খানের ‘প্রিন্স’র জন্য অমিতাভ বচ্চনের শুভকামনা

সম্প্রতি আলোচনায় এসেছে পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত আসন্ন সিন ‘প্রিন্স’। ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে নির্মিত এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ