spot_img

প্রতিপক্ষের দুই লাল কার্ডের ম্যাচে এমবাপের গোলে রিয়ালের জয়

অবশ্যই পরুন

লা লিগায় রোববার রাতের নাটকীয় এক ম্যাচে গেতাফের বিপক্ষে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। একের পর এক লাল কার্ডে বিপর্যস্ত হয়ে পড়া গেতাফের বিপক্ষে জাবি আলোন্সোর দল ১-০ গোলের স্বস্তির জয় নিয়ে ফিরে এসেছে শীর্ষে। একটু পর লাল কার্ড পেলেন গেতাফের আরও একজন।

ম্যাচের ৭৭ থেকে ৮৪, সাত মিনিটের মধ্যে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গেতাফের দুই ফুটবলার। এর মাঝে গোলটি করেন কিলিয়ান এমবাপে। ৯ ম্যাচে ৮ জয়ে রেয়ালের পয়েন্ট হলো ২৪। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল শিরোপাধারী বার্সেলোনা।

রিয়ালের প্রথমার্ধের পারফরম্যান্স তেমন ভালো ছিল না। এই অর্ধে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা। বিরতির পর তুলনামূলক ভালো খেলে দলটি। ম্যাচে সব মিলিয়ে গোলের জন্য ২৩টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে রেয়াল। গেতাফের সাত শটের একটি লক্ষ্যে ছিল।

অষ্টম মিনিটে প্রথম সুযোগ পায় রেয়াল। একাদশে ফেরা রদ্রিগোর পাস ধরে বক্সে ঢুকে এমবাপের কোনাকুনি নিচু শট ঠেকান গেতাফে গোলরক্ষক। পরের মিনিটে বক্সের বাইরে থেকে ফরাসি তারকার শট লক্ষ্যে থাকেনি।

মাঝে অনেকটা সময় কোনো সুযোগই তৈরি করতে পারেনি রিয়াল। দ্বিতীয় শট লক্ষ্যে রাখতে পারে তারা ৩১তম মিনিটে, দুরূহ কোণ থেকে এমবাপের সেই প্রচেষ্টা অনায়াসে ঠেকান গোলরক্ষক। প্রথমার্ধের যোগ করা সময়ে ২৫ গজ দূর থেকে দাভিদ আলাবার ফ্রি-কিক ঝাঁপিয়ে ফিরিয়ে দেন গোলরক্ষক।

৫৫তম মিনিটে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে তুলে ভিনিসিউস জুনিয়রকে নামান রিয়াল কোচ। ৭২তম মিনিটে গোল পাওয়ার কাছাকাছি যায় রিয়াল। এমবাপের ফ্রি-কিক রিয়ালের এদের মিলিতাওয়ের গায়ে লেগে পোস্টে ঘেঁষে বেরিয়ে যায়।

৭৬তম মিনিটে বদলি নামার ৪৪ সেকেন্ড পর, মাঝমাঠে ডানদিকে সাইডলাইনের কাছে ভিনিসিউসকে কনুই দিয়ে ধাক্কা মেরে সরাসরি লাল কার্ড দেখেন নিওম। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে থাকে গেতাফে। খেলা বন্ধ থাকে বেশ কিছু সময়।

আবার খেলা শুরু হতেই গোলের দেখা পায় রেয়াল। দ্বিতীয়ার্ধে বদলি নামা আর্দা গিলেরের রক্ষণচেরা পাস ধরে বক্সে ঢুকে শট নেন এমবাপে, গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায় বল। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল করলেন বিশ্বকাপ জয়ী তারকা।

নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে ৯ জনের দলে পরিণত হয় গেতাফে। ভিনিসিউসকে ফাউল করে এবার দ্বিতীয় হলুদ কার্ড দেখেন উইঙ্গার আলেক্স সানক্রিস।

তারপরও এক পয়েন্ট পাওয়ার সুবর্ণ সুযোগ পায় গেতাফে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে পান আবু কামারা। এই ফরোয়ার্ডের সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক, এগিয়ে এসে তার প্রচেষ্টা রুখে দেন থিবো কোর্তোয়া।

সর্বশেষ সংবাদ

ভারতের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

রাশিয়ার তেল ক্রয়কে কেন্দ্র করে ভারতের ওপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বরাবরই এ থেকে ভারতকে সরে আশার...

এই বিভাগের অন্যান্য সংবাদ