spot_img

হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

অবশ্যই পরুন

প্রথমবারের মতো মহাকাশে সফলভাবে হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট (এইচএস–১) উৎক্ষেপণ করল পাকিস্তান। স্যাটেলাইটটি চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাঠানো হয়।

পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) করাচি কমপ্লেক্স থেকে পুরো প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা হয়।

সুপারকোর এক মুখপাত্র জানান, স্যাটেলাইটটি বন্যা ও ভূমিধসের পূর্বাভাস, পরিবেশ পর্যবেক্ষণ ও ভূতাত্ত্বিক ঝুঁকি শনাক্তকরণে সাহায্য করবে। এ ছাড়া এটি অবকাঠামো উন্নয়ন ও নগরায়ন পরিকল্পনায় নতুন সম্ভাবনার দরজা খুলবে।

মুখপাত্র আরও বলেন, এই সফল উৎক্ষেপণ পাকিস্তানের জাতীয় মহাকাশ নীতি ও ‘ভিশন ২০৪৭’–এর গুরুত্বপূর্ণ অর্জন।

এ বছর এটি পাকিস্তানের তৃতীয় স্যাটেলাইট; এর আগে ইও–১ এবং কেএস–১ স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করা হয় এবং বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, এই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে পাকিস্তানের মহাকাশ কর্মসূচি প্রযুক্তিগত নতুন যুগে প্রবেশ করেছে।

সূত্র: জিও নিউজ

সর্বশেষ সংবাদ

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, বাংলাদেশের অবস্থান কত?

ফিফা তাদের বছরের শেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে সোমবার (২২ ডিসেম্বর)। প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এদিকে, বাংলাদেশ তাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ