spot_img

পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, শীর্ষে পিএসজি

অবশ্যই পরুন

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) স্ট্রাসবুর্গের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে ৩-৩ গোলের ড্র অর্জন করেছে। লিগে ঘরের মাঠে শুক্রবারের ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় পিএসজি, কিন্তু মাত্র ১৭ মিনিটের মধ্যে স্ট্রাসবুর্গ সমতা ফিরিয়ে এনে দর্শকদের জন্য তৈরি করে উত্তেজনার ম্যাচ।

স্ট্রাসবুর্গের হয়ে গুয়েলা দুয়ের ক্রস থেকে জোয়াকিন পানিচেলি হেড করে গোল করেন। এরপর বিরতির ঠিক আগে বক্সের ডান প্রান্ত থেকে আলতো শটে দিয়েগো মোরেইরা পিএসজি গোলরক্ষককে ছাপিয়ে স্ট্রাসবুর্গকে এগিয়ে দেন। বিরতির পর মাত্র চার মিনিটের মধ্যে পানিচেলির দ্বিতীয় গোলের কারণে অতিথিরা তাদের ব্যবধান আরও বাড়িয়ে নেয়।

ঘরের মাঠে ৩-১ গোলে পিছিয়ে পড়ে আক্রমণাত্মক হয়ে ওঠে বর্তমান চ্যাম্পিয়নরা। ৫৮ মিনিটে গোলরক্ষক পেন্ডার্সের ফাউলে পেনাল্টি পায় স্বাগতিকরা। নিখুঁত স্পট কিক থেকে গোল করেন গঞ্জালো রামোস। ম্যাচের ৭৯ মিনিটে সেনি মায়ুলুর হেডে সমতায় ফেরে পিএসজি।

তার প্রথম প্রচেষ্টা পেন্ডার্স ঠেকালেও ফিরতি বলে হেড করে গোল করেন তরুণ ফরাসি মিডফিল্ডার। ম্যাচের শেষদিকে আরো বেশ কিছু সুযোগ তৈরি করে পিএসজি। তবে জয়ের গোলটি মেলেনি। শেষ দিকে খভিচা কাভারেস্খেইয়ার দূরপাল্লার শট খুব অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

লিগ আঁতে গত ১৩ মৌসুমের মধ্যে ১১ বার শিরোপা জিতেছে পিএসজি, যার মধ্যে টানা শেষ চারটি মৌসুমও রয়েছে তাদের দখলে। এই ড্রয়ে লিগ আঁর পয়েন্ট টেবিলে ৮ ম্যাচ শেষে ১৭ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্ট্রাসবুর্গ, তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে মার্সেই ও লিওঁ।

কোচ লিয়াম রোসেনিয়র নেতৃত্বে স্ট্রাসবুর্গ আজ জিতলে উঠতে পারত টেবিলের শীর্ষে। ইংলিশ কোচের দলে ছিলেন ইংল্যান্ডের লেফটব্যাক বেন চিলওয়েল এবং সাবেক ব্রাইটন মিডফিল্ডার হুলিও এনসিসো।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে নিজেদের তৃতীয় ম্যাচে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের মাঠে নামবে পিএসজি। আগের দুটি ম্যাচে আতালান্তা ও বার্সেলোনার বিপক্ষে জয় পেয়েছে তারা।

সর্বশেষ সংবাদ

শাহজালালের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৩৬ ইউনিট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। শনিবার (১৮ অক্টোবর) আনুমানিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ