spot_img

মেটা এআইয়ের সঙ্গে যুক্ত হলেন দীপিকা পাড়ুকোন

অবশ্যই পরুন

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবার প্রযুক্তি দুনিয়ায় নতুন ইতিহাস গড়লেন। মেটা এআইয়ের প্রথম ভারতীয় কণ্ঠস্বর হিসেবে যুক্ত হয়েছেন তিনি। দীপিকার কণ্ঠস্বরে এখন থেকে পাওয়া যাবে মেটার বিভিন্ন পণ্য ও পরিষেবায়, যার মধ্যে রে ব্যান মেটা গ্লাসেসও।

এনডিটিভি থেকে জানা যায় দীপিকার কণ্ঠ এখন থেকে ব্যবহার করা হবে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। দীপিকা নিজেই এই খবরটি জানিয়েছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সেখানে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায়, তিনি একটি রেকর্ডিং স্টুডিওতে বসে মেটা এআই–এর জন্য ভয়েস রেকর্ড করছেন।

ভিডিওটিতে দীপিকা বলেন, হাই, আমি দীপিকা পাড়ুকোন। আমি মেটা এআই–এর নতুন ভয়েস। শুধু রিং–এ ট্যাপ করুন, আর আমার কণ্ঠ শুনতে পাবেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ঠিক আছে, এটা সত্যিই বেশ কুল। এখন থেকে আমি মেটা এআই–এর অংশ, আর তোমরা আমার কণ্ঠে ইংরেজিতে চ্যাট করতে পারবে ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড জুড়ে। চলচ্চিত্রে সফল ক্যারিয়ারের পাশাপাশি এবার ডিজিটাল ইনোভেশনের নতুন অধ্যায়ে পা রাখলেন দীপিকা পাড়ুকোন।

বলিউড হাঙ্গামা থেকে জানা গেছে দীপিকা যোগ দিয়েছেন মেটা এআই–এর গ্লোবাল ভয়েস লাইনআপে, যেখানে রয়েছেন হলিউডের প্রখ্যাত অভিনেত্রী জুডি ডেঞ্চ, অকওয়াফিনাসহ আরও অনেকে। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় ব্যবহারকারীরা এখন থেকে দীপিকার কণ্ঠে মেটা এআইয়ের সঙ্গে কথা বলতে পারবেন ইন্ডিয়ান ইংরেজি ভাষায়। পাশাপাশি চালু হয়েছে সম্পূর্ণ হিন্দি ভাষা ও ইউপিআই লাইট পেমেন্ট সুবিধাও।

সর্বশেষ সংবাদ

দল ঘোষণা আফগানিস্তানের, নেই রশিদ খান

আফগানিস্তানের নির্বাচকরা জিম্বাবুয়ের বিপক্ষে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় একমাত্র টেস্টে অভিজ্ঞ স্পিনার রশিদ খানকে বিশ্রাম দিয়ে দল ঘোষণা করেছেন। টেস্টের...

এই বিভাগের অন্যান্য সংবাদ