spot_img

ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে এলাচ কতটুকু কার্যকর

অবশ্যই পরুন

আমরা সবাই এলাচকে একটি রান্নার মশলা হিসেবে চিনি। এটি মূলত স্বাদ বাড়াতে ব্যবহার করা হয়। কিন্তু স্বাদ ছাড়াও এলাচের উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন না। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এলাচের পানি পান করলে পাঁচটি রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

কিভাবে, চলুন জেনে নেওয়া যাক—

আয়ুর্বেদিক চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রাতে এক গ্লাস পানিতে চার থেকে পাঁচটি এলাচ ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই পানি পান করলে শরীরে নানা উপকার পাওয়া যায়।

তাদের মতে, এলাচের পানি—

গ্যাস ও অ্যাসিডিটি দূর করে,

হজম প্রক্রিয়া উন্নত করে,

শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে,

মুখের দুর্গন্ধ ও ব্যাকটেরিয়া কমায়,

রক্ত সঞ্চালন ও রক্তচাপ (ব্লাড প্রেসার) নিয়ন্ত্রণে রাখে, যা হৃদযন্ত্রকে সুস্থ রাখে।

চিকিৎসকরা আরও বলেন, এলাচ একটি প্রাকৃতিক মুখশুদ্ধি। তাই প্রতিদিন সকালে এলাচের পানি পান করলে মুখগহ্বর পরিষ্কার থাকে এবং সামগ্রিকভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

আপনি যদি এলাচ পানি খাওয়ার পরিকল্পনা করেন, তাহলে চার থেকে পাঁচটি গোটা এলাচ দানা এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে এই পানি পান করুন এবং এরপর এক ঘণ্টা কিছু খাওয়া থেকে দূরে থাকবেন। এতে এই পাঁচটি রোগ থেকে মুক্তি পাবেন।

সর্বশেষ সংবাদ

‘মেয়ের কিডনি এখন আমার শরীরে’—বাবার অশ্রুসিক্ত স্মৃতিচারণ

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিক মরিয়াম আবু দাক্কার স্মৃতি এখনও তার বাবা রিয়াদ মোহাম্মদ আবু দাক্কার দেহে বেঁচে আছে,...

এই বিভাগের অন্যান্য সংবাদ