spot_img

ভারত ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

অবশ্যই পরুন

এএফসি এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাছাইপর্বে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে লাল-সবুজ জার্সিধারীরা দেখেছে মোট নয়টি হলুদ কার্ড—অর্থাৎ ম্যাচপ্রতি দুইয়ের বেশি কার্ড। এর মধ্যেই বড় দুঃসংবাদ পেল দলটি; ভারতের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারবেন না প্রবাসী ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় বাছাইপর্বে দুটি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচে তিনি নিষিদ্ধ থাকবেন। সেই নিয়মেই ফাহমিদুল ভারতের বিপক্ষে মাঠে নামতে পারবেন না।

ইতালিপ্রবাসী এই ফরোয়ার্ড ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক ম্যাচেই প্রথম হলুদ কার্ড দেখেন। এরপর মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আবারও কার্ড দেখেন তিনি। ফলে ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে হোম ম্যাচে তাকে ছাড়াই নামতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশের বাকি খেলোয়াড়দের মধ্যেও শাস্তির ঝুঁকি আছে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হৃদয় ও মজিবুর রহমান জনি কার্ড দেখেছিলেন। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে চারজন—তপু আহমেদ, তপু বর্মণ, ফাহিম ও ফাহমিদুল—কার্ড দেখেন।

এরপর হংকং চায়নার বিপক্ষে ৯ অক্টোবর ঢাকায় হোম ম্যাচে রাকিব হোসেন, আর অ্যাওয়ে ম্যাচে তারিক ও ফাহমিদুল কার্ড দেখেছেন। ফলে ভারতের বিপক্ষে ম্যাচে এক কার্ড পাওয়া খেলোয়াড়দের সাবধান থাকতে হবে; আরেকটি কার্ড দেখলেই তারা ৩০ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারবেন না।

আসন্ন ভারত ম্যাচের জন্য অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই জাতীয় দলের অনুশীলন হওয়ার কথা। ফাহমিদুল কার্ড জটিলতায় খেলতে পারবেন না। ফলে তাকে ভারত ম্যাচের প্রাথমিক স্কোয়াডে না রাখার সম্ভাবনাই বেশি। তবে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা কি করেন সেটাই দেখার বিষয়।

এদিকে তিন বছরের বেশি সময় বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করলেও তেমন সাফল্য এনে দিতে পারেননি কাবরেরা। ফলে তাকে বদলের দাবি উঠেছে জোরেশোরে। ভারত ম্যাচ তিন সপ্তাহ পরই হওয়ায় এই সময়ের মধ্যে ফেডারেশন কোচ বদলের সিদ্ধান্ত নেবে কিনা, সেটাই দেখার বিষয়।

সর্বশেষ সংবাদ

পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা

আফগানিস্তানের তালেবান সরকারের অনুরোধে পাকিস্তান ও তালেবান পক্ষ পরস্পরের সম্মতিতে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে। বুধবার ( ১৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ