spot_img

হাসপাতালে ভর্তি হানিয়া আমির

অবশ্যই পরুন

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির হঠাৎ অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি টেক্সাসের হিউস্টনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থতার প্রকৃত কারণ এখনো জানা না গেলেও, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার অসংখ্য অনুরাগী।

জানা গেছে, একটি আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে অংশ নিতে হানিয়া সম্প্রতি যুক্তরাষ্ট্রে যান। সেখানেই হঠাৎ শরীর খারাপ হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ভক্তদের কেউ কেউ বলছেন, তিনি গত কয়েকদিন ধরে ক্লান্ত এবং অসুস্থ দেখাচ্ছিলেন।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে হানিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ভক্তদের প্রার্থনা ও বার্তা ছড়িয়ে পড়ছে। তবে এখনো পর্যন্ত অভিনেত্রী বা তার ঘনিষ্ঠ কেউ আনুষ্ঠানিকভাবে তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানায়নি।

‘মুঝে প্যায়ার হুয়া থা’ খ্যাত এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও অত্যন্ত জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ১ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে। তার অনলাইন উপস্থিতি যেমন শক্তিশালী, তেমনি আন্তর্জাতিক পর্যায়েও তার গ্রহণযোগ্যতা বাড়ছে।

সম্প্রতি হানিয়া ভারতের জনপ্রিয় অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে পাঞ্জাবি সিনেমা ‘সরদার জি ৩’-তে অভিনয় করেছেন, যা তাকে সীমান্তের বাইরেও নতুন দর্শকপ্রিয়তা এনে দিয়েছে। অভিনয়ের পাশাপাশি তিনি ফ্যাশন, ফটোশুট ও কনটেন্ট তৈরিতেও সক্রিয়, এবং প্রায়শই ভক্তদের সঙ্গে তার ব্যক্তিগত জীবনের মুহূর্ত শেয়ার করেন।

ভক্তরা এখন তার দ্রুত আরোগ্যের অপেক্ষায় রয়েছেন এবং আশাবাদী যে অভিনেত্রী খুব শিগগিরই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন।

সর্বশেষ সংবাদ

গাজা পুনর্গঠনে লাগবে ৭০ বিলিয়ন ডলার, পুনরুদ্ধারে কয়েক দশক: জাতিসংঘ

দুই বছরের ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধের পর গাজা পুনর্গঠনে প্রয়োজন অন্তত ৭০ বিলিয়ন ডলার লাগবে বলে জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি...

এই বিভাগের অন্যান্য সংবাদ