spot_img

হ্যান্ডকাফ পরানোয় পুলিশকে ধমক দিলেন সুব্রত বাইন

অবশ্যই পরুন

হাতে হ্যান্ডকাফ পরানোয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পুলিশকে ধমক দিলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। প্রিজনভ্যান থেকে হাজতখানায় নেয়ার পথে এই ঘটনা ঘটে।

রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় চার্জ গঠনের শুানানি করতে বুধবার (১৫ অক্টোবর) সকালে সুব্রত বাইনকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় প্রিজন্যান থেকে তাকে নামানো হয়।

এরপর মহানগর দায়রা জজ আদালতের পুলিশ তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পড়ান। এরপর তার হাতে হ্যান্ডকাফ পরাতে গেলে ধমক দিয়ে ওঠেন সুব্রত বাইন।

উল্লেখ্য, আজ রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার তিন সহযোগীর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির দিন ধার্য আছে। দুপুরে ঢাকার মহানগরের পনেরো নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক সাইফুর রহমান মজুমদারের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

বিশ্বের ১০ ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে শেষ অবস্থানে বিপিএল

বিশ্বের দ্বিতীয় পুরনো ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া সত্ত্বেও গুণগত মানে তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ব্রিটিশ ম্যাগাজিন 'দ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ