spot_img

বাবাকে ‘শট দেওয়া’ শেখাচ্ছেন শাহরুখপুত্র!

অবশ্যই পরুন

বাবা-ছেলের সম্পর্ক শুধু পারিবারিক নয়, পেশাগত জগতেও প্রকাশ পাচ্ছে। বিশেষ করে কিং খান শাহরুখ খান ও তার ছেলে আরিয়ান খানের সেই মুহূর্তগুলো ভক্তদের কাছে এক চমক। সম্প্রতি আরিয়ান পরিচালিত নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যান্ডস অফ বলিউড’ মুক্তি পেয়ে দর্শক মন জয় করেছে।

এই সিরিজে আরিয়ান পরিচালনা করেছেন লালওয়ানি, মোনা সিং ও মনোজ পাহওয়ারকে। তবে সবচেয়ে চমক ছিল—এই তালিকায় শাহরুখ খানের সংযোজন। অর্থাৎ আরিয়ান নিজের পিতা শাহরুখকে পরিচালনা করেছেন।

শিল্পমাধ্যমে প্রকাশিত কিছু বিরল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা যায়, আরিয়ান গম্ভীরভাবে শাহরুখকে একটি শট ব্যাখ্যা করছেন— দৃশ্য হয়ে উঠেছে পরিচালক ও অভিনেতার মধ্যে সহযোগী মুহূর্ত।

শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ’ এই শ্যুটিংয়ের ছবিগুলো তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছে। ছবিগুলো প্রকাশ্যে আসার পর বাবা-ছেলের এই কাজের সাদৃশ্য ও বন্ধুত্বের দৃশ্য ভক্তদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

অনুরাগীরা মন্তব্য করেছেন, এই জুটি তো খুব ভালো কাজ করছে এবং মনে হয় বাবা-ছেলে দুটি ছায়া।

কেউ লিখেছেন, কেউ শাহরুখকে শেখাতে পারবে না। আর একজন বলেছে, পরিচালক হিসেবে আরিয়ান যা করছেন, সেই আন্তরিকতাই কাজ করে।

উল্লেখ্য, আরিয়ান খানের প্রথম পরিচালনা শেষে এবার শাহরুখ খান তার মেয়ে সুহানা খানকেও ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করতে সহায়তা করছেন। তাদের বাবা-মেয়ের জুটি দেখা যাবে আগামী ‘কিং’ ছবিতে। বর্তমানে সেই ছবির শুটিং চলছে।

সূত্র: দ্য নিউজ মেইল

সর্বশেষ সংবাদ

তিন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

বাংলাদেশে অবস্থানরত তিন দেশের রাষ্ট্রদূতের (ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন) সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বুধবার (১৫ অক্টোবর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ