এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে প্রথম দেখায় হংকং, চায়নার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হেরেছিল বাংলাদেশ। তবে ফিরতি দেখায় হংকংকে তাদেরই মাঠে রুখে দিয়েছে হামজারা।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই তাক স্পোর্টস পার্কে ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।
প্রথমার্ধে মাত অরের গোলে লিড নেয় হংকয়, চায়না। পেনাল্টি থেকে গোলটি করে হংকং। সেই গোলেই জয় দেখছিল স্বাগতিকরা।
তবে ম্যাচের শেষের দিকে জ্বলে ওঠেন রাকিব হোসেন। ৮৪তম মিনিটে তার গোলেই হার এড়ায় বাংলাদেশ।
ড্রতে চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চার নম্বরে বাংলাদেশ। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং, চায়না। তিন ম্যাচ খেলা সিঙ্গাপুরের সংগ্রহ ৫ পয়েন্ট। ভারত তিন ম্যাচ খেলে পেয়েছে ২ পয়েন্ট।