spot_img

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশ একাদশে বহু পরিবর্তন

অবশ্যই পরুন

সিরিজ আগেই হারিয়েছে বাংলাদেশ। লক্ষ্য শুধু লজ্জার হোয়াইটওয়াশ এড়ানো। সেই ম্যাচে একাদশে চার পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে পরিবর্তন এনেছে সিরিজ জেতা আফগানিস্তানও।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবিতে টসে জিতে বাংলাদেশকে আগে ফিল্ডিংয়ে পাঠিয়েছে আফগানরা।

তানজিদ হাসান তামিম, জাকের আলী, মোস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন মোহাম্মদ নাইম, শামীম হোসেন, নাহিদ রানা এবং হাসান মাহমুদ।

এদিকে, আফগান একাদশে সুযোগ পেয়েছেন ইকরাম আলিখিল এবং বিলাল সামি।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অতল, হাসমতুল্লাহ শহিদি (অধিনায়ক), ইকরাম আলিখিল, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বিলাল সামি।

সর্বশেষ সংবাদ

আশা জাগিয়েও রাকিবের গোলে হংকংয়ে ড্র করলো বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে প্রথম দেখায় হংকং, চায়নার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হেরেছিল বাংলাদেশ। তবে ফিরতি দেখায় হংকংকে তাদেরই...

এই বিভাগের অন্যান্য সংবাদ