spot_img

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল ভারত

অবশ্যই পরুন

দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজিকে সাত উইকেটে পরাজিত করল ভারত। ১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিনটি উইকেট হারিয়ে পঞ্চম দিন সকালেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। এক উইকেটে ৬৩ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেছিল ভারত। দিনের শুরুতেই সাই সুদর্শন আউট হয়ে যান। ৭৬ বলে ৩৯ রান করেন তিনি। তাকে শিকার করেন রস্টন চেইজ।

ভারতীয় অধিনায়ক শুবমানকেও শিকার করেন চেইজ। ক্যারিবিয়ান অধিনায়কের বলে ক্যাচ আউট হওয়ার আগে গিল করেন ১৩ রান। তারপর ধ্রুব জুরেলকে নিয়ে ম্যাচ জয় নিশ্চিত করেন লোকেশ রাহুল।

অভিজ্ঞ ব্যাটার রাহুল হাঁকান হাফ-সেঞ্চুরি। ১০৮ বলে ৫৮ রান করেন তিনি। হার না মানা এই ইনিংসে ছিল ছয়টি চার ও দুইটি ছক্কা।

তিন উইকেট হারিয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুইটিতেই জিতল স্বাগতিকরা। অপরদিকে, হোয়াইটওয়াশ হলো ভারত।

উল্লেখ্য, দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ভারত করেছিল পাঁচ উইকেটে ৫১৮ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ২৪৮ রানেই অলআউট হয়েছিল। ফলো-অনে পড়ে আবার ব্যাট করতে নেমেছিল তারা। দ্বিতীয় ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়িয়ে করেছিল ৩৯০ রান। ফলে ভারতের লক্ষ্য ছিল ১২১ রান যা তারা সহজেই স্পর্শ করেছে।

সর্বশেষ সংবাদ

নেটফ্লিক্সে দেখা যাবে জেমস বন্ড

ওটিটি দুনিয়ায় নতুন চমক নিয়ে হাজির হলো নেটফ্লিক্স। জনপ্রিয় এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে শিগগিরই দেখা যাবে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির বেশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ