spot_img

ফিনল্যান্ডকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত ডাচদের

অবশ্যই পরুন

ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপিয়ান অঞ্চলের ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে নেদারল্যান্ডস। এতে নিজ গ্রুপে শীর্ষস্থান আরও পোক্ত করল ডাচরা।

রোববার (১২ অক্টোবর) জোহান ক্রুইফ অ্যারেনায় ফিনল্যান্ডকে আতিথ্য দেয় নেদারল্যান্ডস।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ডাচরা। চতুর্থ মিনিটে ডনিয়েল মালেনের গোলে লিড নেয় অরেঞ্জরা। ১৭ মিনিটে আসে দ্বিতীয় গোল। এবার স্কোর শিটে নাম তোলেন ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। নেদারল্যান্ডস তৃতীয় গোল পায় পেনাল্টি থেকে। ৩৮ মিনিটে মেমফিস ডিপাই স্পট কিক থেকে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন। ৩-০ তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে অতিথিরা। তবে স্বাগতিকদের রক্ষণভাগ ভেঙে বল জালে জড়াতে ব্যর্থ হয় ফিনল্যান্ডের ফরোয়ার্ডরা। উল্টো ৮৪ মিনিটে চতুর্থ গোল হজম করে সফরকারীরা। এবার স্কোর শিটে নাম লেখান কোডি গ্যাকপো।

উল্লেখ্য, ৬ ম্যাচে ৫ জয় তুলে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ডাচরা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দুইয়ে পোল্যান্ড। মঙ্গলবার দিবাগত রাতে মুখোমুখি হবে এই দু’দল।

সর্বশেষ সংবাদ

দাম বাড়লো ভোজ্যতেলের, লিটারে ৬ টাকা

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়িয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে...

এই বিভাগের অন্যান্য সংবাদ