spot_img

প্রথমবার ওয়েব সিরিজে হৃতিক রোশন

অবশ্যই পরুন

প্রথমবারের মত ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন বলিউড তারকা হৃত্বিক রোশন। তবে ক্যামেরার সামনে নয়, বরং পেছনে কাজ করবেন এই অভিনেতা। প্রযোজক হিসেবে তিনি নিয়ে আসছেন তার প্রথম সিরিজ ‘স্টর্ম’।

সিরিজটি একটি উচ্চঝুঁকিপূর্ণ থ্রিলার, যার গল্পে থাকবে উচ্চাকাঙ্ক্ষা, গোপনীয়তা ও টিকে থাকার লড়াইয়ের রোমাঞ্চ।

প্রাইম ভিডিওর জন্য নির্মিত এই অরিজিনাল সিরিজটি প্রযোজনা করছে হৃত্বিক ও ইশান রোশনের এইচআরএক্স ফিল্মস, যা ফিল্মক্রাফট প্রোডাকশনের একটি শাখা। এটি পরিচালনা করবে অজিতপাল সিং, যিনি আগে থেকেই বাস্তবধর্মী গল্প বলায় পরিচিত। তার হাত ধরেই হৃত্বিক নতুনভাবে পা রাখছেন স্ট্রিমিং দুনিয়ায়।
একঝাঁক শক্তিশালী নারী চরিত্রকে ঘিরে আবর্তিত হবে সিরিজের গল্প।

এর চিত্রনাট্য লিখেছেন অজিতপাল সিং, ফ্রঁসোয়া লুনেল ও স্বাতী দাস। ‘স্টর্ম’-এ অভিনয় করতে দেখা যাবে পার্বতী থিরুভোথু, আলায়া এফ, শৃষ্টি শ্রীবাস্তব, রামা শর্মা ও সাবা আজাদ প্রমুখকে। সিরিজটি নিয়ে হৃতিক রোশন বলেন, ‘স্টর্ম আমার কাছে একেবারেই বিশেষ। এটি আমার প্রযোজনা জীবনের প্রথম ওয়েব সিরিজ এবং এমন এক গল্প যা কাঁচা, স্তরবিন্যস্ত ও গভীরভাবে শক্তিশালী।

অজিতপালের দুনিয়া এত বাস্তব ও মানবিক যে আমি তাতে মুগ্ধ। আমি বিশ্বাস করি, এই গল্প শুধু ভারতের নয় বিশ্বজুড়ে দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’

প্রযোজক ও নির্মাতাদের মতে, এটি হবে এক বিশ্বমানের থ্রিলার যেখানে থাকবে আবেগ, গতি আর শহর মুম্বাইয়ের বিশৃঙ্খল সৌন্দর্য।

‘স্টর্ম’-এর শুটিং শিগগিরিই শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যেই সিরিজটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।

সূত্র: দ্য হিন্দু

সর্বশেষ সংবাদ

‘ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন সেনা হেফাজতে’

গুমের মামলায় ট্রাইব্যুনালের চার্জশিটে ২৫ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ