spot_img

এক শ্রেণির রাজনীতিবিদরা অবৈধ সংযোগের মাধ্যমে সংকট তৈরি করেছে: জ্বালানি উপদেষ্টা

অবশ্যই পরুন

জ্বালানির ঘাটতি ও সংকটের বিষয়ে কথা বলার সময় এবার এক শ্রেনির রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের এক হাত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, বর্তমানে বিদ্যমান বিপুল সংখ্যক অবৈধ সংযোগ দিয়েছে কিছু রাজনীতিবিদ। তবে সরকার এ সংকট মোকাবেলার চেষ্টা করছে।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে এলপিজির অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বিভিন্ন জায়গায় দুর্নীতির মাধ্যমে অপ্রয়োজনীয় গ্যাসকূপ ও লাইন করা হয়েছে। যার মাধ্যমে সুবিধাবঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। জ্বালানির ঘাটতি ও সংকট তৈরি করে অবৈধভাবে এর ফায়দা নিচ্ছে এক শ্রেণির রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা।

এসময় তিনি বলেন, বাপেক্সের জন্য নতুন রিড করা হচ্ছে। তবে অগ্রগতি সন্তোষজনক নয়। বাধ্য হয়ে আমদানি করতে হচ্ছে।

এলপিজি বিদেশ থেকে আনা সহজ, কিন্তু দাম বেশি। বেশিরভাগ এলপিজি বেসরকারিভাব হয়, তবে তাদের সক্ষমতাও অপ্রতুল বলে জানান জ্বালানি উপদেষ্টা। এলপিজির দাম এক হাজার টাকার নিচে হওয়া উচিৎ বলেও মন্তব্য করেন ফাওজুল কবির।

সর্বশেষ সংবাদ

উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই: আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কারো সেফ এক্সিট প্রয়োজন নেই, অপশাসন এবং দুর্নীতি থেকে বাংলাদেশের সেফ এক্সিট দরকার বলে মন্তব্য করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ