হাঙ্গেরিয়ান ঔপন্যাসিক লাসৎল ক্রাসৎনাহরকাই এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। রয়্যাল সুইডিশ একাডেমি আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ পুরস্কার ঘোষণা করে।
পুরস্কার কমিটি থেকে বলা হয়, লাসলো ক্রাসনাহোরকাইয়ের মনোহর ও গভীর তাৎপর্যময় সৃষ্টিকর্মগুলো প্রলয়ের বিভীষিকার মধ্যেও শিল্পের অনন্ত শক্তিতে আস্থা ফিরিয়ে আনে।
১৯৫৪ সালে হাঙ্গেরির গিউলা শহরে জন্ম নেওয়া ক্রাসনাহোরকাই প্রথম খ্যাতি অর্জন করেন ১৯৮৫ সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস ‘সাতান্তাঙ্গো’র মাধ্যমে। পতনোন্মুখ গ্রামীণ সমাজের অন্ধকারাচ্ছন্ন ও মুগ্ধকর প্রতিচিত্র ফুটে উঠেছে উপন্যাসটিতে। এটি প্রায় তিন দশক পর ২০১৩ সালে ‘বেস্ট ট্রান্সলেটেড বুক অ্যাওয়ার্ড ইন ইংলিশ’ লাভ করে।
পুরস্কারের অর্থমূল্য হিসেবে ক্রাসনাহোরকাই এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন। আগামী ১০ ডিসেম্বর সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে জাঁকালো আয়োজনে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে।
গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার লেখক ও কবি হান কাং।