spot_img

শিকাগোর মেয়র ও ইলিনয় গভর্নরকে কারাগারে পাঠানো উচিত: ট্রাম্প

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের মেয়র ব্র্যান্ডন জনসন ও ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিটজকারকে কারাগারে পাঠানো উচিৎ। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৮ অক্টোবর) নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

ট্রাম্পের অভিযোগ, ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন এই দুই ডেমোক্র্যাট নেতা। তবে এ ব্যাপারে কোনো প্রমাণ তুলে ধরতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট।

অন্যদিকে, শিকাগোতে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে শহরজুড়ে। মঙ্গলবার (৭ অক্টোবর) শহরটিতে প্রবেশ করেছে কয়েক শ’ সেনা।

অবৈধ অভিবাসীদের দমনের নামে ডেমোক্র্যাট শাসিত শহরগুলোয় বেশ কিছুদিন ধরেই অভিযান চালাচ্ছে অভিবাসন বিষয়ক সংস্থা আইস। এরই অংশ হিসেবে শিকাগোতে ‘লাগামহীন অপরাধ’ দমনের অজুহাতে ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েনের সিদ্ধান্ত জানান ট্রাম্প।

গত সোমবার (৬ অক্টোবর) ট্রাম্পের এই সিদ্ধান্তকে অবৈধ ও বিপজ্জনক আখ্যা দিয়ে যৌথ মামলা করেন ইলিনয় গভর্নর প্রিটজকার ও শিকাগো প্রশাসন। তাদের যৌথ আবেদনের ভিত্তিতে ন্যাশনার গার্ডের সেনা মোতায়েনকে অবৈধ ঘোষণার ব্যাপারে আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে আজ বৃহস্পতিবার।

সর্বশেষ সংবাদ

এক হালি গোলে নাইজেরিয়াকে উড়িয়ে কোয়ার্টারে আর্জেন্টিনার যুবারা

অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নাইজেরিয়াকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর তাতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আলবিসেলেস্তেরা। দুই...

এই বিভাগের অন্যান্য সংবাদ