আজ বিশ্ব ডাক দিবস। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে দুইদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ ডাক বিভাগ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদ্যাপন কার্যক্রম শুরু হয়। কবুতর ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।
তিনি বলেন, ডাক বিভাগের বেশ কিছু সংস্কার করছে সরকার। ডাক বিভাগের ডিজিটালাইজেশন এর পাশাপাশি ই কারেন্সি, ই পোস্টাল সার্ভিস সহ কারিগরি নানা বিষয় সহজলভ্য করার কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।
এড্রেস ডিজিটালাইজেশন, কুরিয়ার সার্ভিস ই-কমার্সকে নিয়মতান্ত্রিক করা, ট্রেনিং ও ডেভেলপমেন্ট প্রোগ্রাম একইসাথে ডাক বিভাগের বেদখল হওয়া জমি উদ্ধার ও দখলমুক্ত করার কাজও গুরুত্বের সাথে করছে সরকার। বাংলাদেশের ই কমার্সকে শহর থেকে গ্রামে পৌঁছে দেয়ার কাজ করছে সরকার।
এ সময়, শোভাযাত্রায় অংশ নেন ডাক বিভাগের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী।