spot_img

বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিশ্ব ডাক দিবস উদ্‌যাপন শুরু

অবশ্যই পরুন

আজ বিশ্ব ডাক দিবস। দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে দুইদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ ডাক বিভাগ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদ্‌যাপন কার্যক্রম শুরু হয়। কবুতর ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

তিনি বলেন, ডাক বিভাগের বেশ কিছু সংস্কার করছে সরকার। ডাক বিভাগের ডিজিটালাইজেশন এর পাশাপাশি ই কারেন্সি, ই পোস্টাল সার্ভিস সহ কারিগরি নানা বিষয় সহজলভ্য করার কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

এড্রেস ডিজিটালাইজেশন, কুরিয়ার সার্ভিস ই-কমার্সকে নিয়মতান্ত্রিক করা, ট্রেনিং ও ডেভেলপমেন্ট প্রোগ্রাম একইসাথে ডাক বিভাগের বেদখল হওয়া জমি উদ্ধার ও দখলমুক্ত করার কাজও গুরুত্বের সাথে করছে সরকার। বাংলাদেশের ই কমার্সকে শহর থেকে গ্রামে পৌঁছে দেয়ার কাজ করছে সরকার।

এ সময়, শোভাযাত্রায় অংশ নেন ডাক বিভাগের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী।

সর্বশেষ সংবাদ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। আজ মিরপুর...

এই বিভাগের অন্যান্য সংবাদ