spot_img

ফিফার কমিটিতে তাবিথ আউয়াল

অবশ্যই পরুন

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কমিটিতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তিনি।

আজ বুধবার (৮ অক্টোবর) আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আগামী ২০২৯ সাল পর্যন্ত এই দায়িত্বে থাকবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এবারই প্রথম ফিফার কোনো কমিটিতে স্থান পেলেন তিনি।

পাশাপাশি, ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য করা হয়েছে বাফুফের নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে, যে অভিজ্ঞতা তার জন্য নতুন কিছু নয়। এর আগে, ফিফার নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। দায়িত্ব পালন করেছেন ফিফার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতেও।

মূলত বিভিন্ন কমিটি গঠনের জন্য ফেডারেশনের কাছে প্রতিনিধির নাম চায় ফিফা-এএফসি। সেখান থেকে প্রেরিত মনোনয়ন থেকে গঠিত হয় কমিটি।

সর্বশেষ সংবাদ

সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপ মঞ্চে ৪৪৪ বর্গকিলোমিটারের কুরাসাও

২০২৬ ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের কাঠামোয় নতুন ইতিহাসের স্বাক্ষী হলো কুরাসাও। মাত্র ৪৪৪ বর্গকিলোমিটার আয়তন এবং ১ লাখ ৫৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ