spot_img

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বড় দুঃসংবাদ পেল আফগানরা

অবশ্যই পরুন

টি২০ ব্যর্থ মিশন শেষে এবার ওয়ানডে সিরিজে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান। আগামী ৮ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল হাসমতুল্লাহ শহিদির দল। ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের তরুণ পেসার মোহাম্মদ সেলিম সাফি।

আজ সোমবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে সেলিমের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ২১ বছর বয়সী ডানহাতি মিডিয়াম পেসার বিলাল সামি।

আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছেন সামি। ২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে তিনি তিন ওভার বল করলেও উইকেটশূন্য ছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি।

সম্প্রতি ঘরোয়া টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন সামি, যা তাকে জাতীয় দলে ফেরার সুযোগ করে দিয়েছে।

সর্বশেষ সংবাদ

‘বিশেষজ্ঞদের পরামর্শে কমিশনকে আরও সমৃদ্ধ করতে চায় ইসি’

শুধু আলোচনার খাতিরে নয়, নির্বাচন বিশেষজ্ঞদের পরামর্শে কমিশনকে আরও সমৃদ্ধ করতে চায় ইসি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ