spot_img

আদালতে দীপু মনির প্রশ্ন— ‘আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ?’

অবশ্যই পরুন

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রাজধানীর শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ড শুনানিতে দীপু মনি অভিযোগ করেছেন, শারীরিকভাবে অসুস্থ হওয়ার পরও তিনি কারাগারে ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না।

এ সময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃত্যু প্রসঙ্গ টেনে কাঠগড়ায় দাঁড়িয়ে দীপু মনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মাননীয় আদালত, আপনি জানেন সম্প্রতি আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন মারা গেছেন। আমি জেনেছি, ওনাকে চারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, পরে তিনি ঢাকা মেডিকেলে মারা যান। আমি বলছি, আমি অসুস্থ। আমার ব্রেন পরীক্ষার প্রয়োজন। আমার সুচিকিৎসা প্রয়োজন। আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ?’

এই মামলায় রাষ্ট্রপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করেছিল। তবে উভয় পক্ষের শুনানি শেষে দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সর্বশেষ সংবাদ

স্বর্ণের দামে রেকর্ড, ভরি ছাড়ালো ২ লাখ টাকা

দেশের বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি...

এই বিভাগের অন্যান্য সংবাদ