spot_img

তুষারঝড়ে এভারেস্টে আটকা শত শত পর্বতারোহী, কয়েক শ জনকে উদ্ধার

অবশ্যই পরুন

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের প্রত্যন্ত তিব্বত অংশে ভয়াবহ তুষারঝড়ের কবলে আটকা পড়া প্রায় এক হাজার মানুষের মধ্যে কয়েক শতজনকে উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার রাত থেকে শুরু হয়ে শনিবার সারাদিন প্রবল তুষারপাত চলতে থাকে। পর্বতটির পূর্ব ঢালের কাছে ৪ হাজার ৯০০ মিটার উচ্চতায় অবস্থিত ক্যাম্পগুলোতে পর্যটক, কর্মী ও পর্বতারোহী মিলিয়ে প্রায় এক হাজার মানুষ আটকা পড়েছিলেন। প্রবল তুষারপাতের কারণে এই এলাকার পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

আটকে পড়াদের কাছে পৌঁছানোর জন্য শত শত স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকর্মীকে রাস্তা থেকে বরফ সরানোর কাজে নিয়োজিত করা হয়।

চীনের সেন্ট্রাল টিভি (সিসিটিভি) জানিয়েছে, রোববার পর্যন্ত ৩৫০ জন পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে এবং তাঁরা নিরাপদে কুডং শহরে পৌঁছেছেন। এছাড়াও, আরো ২০০ জনের বেশি পর্বতারোহীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাঁরা ধাপে ধাপে কুডং শহরে পৌঁছবেন বলে জানানো হয়েছে।

এই ঘটনার পর স্থানীয় টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি এভারেস্ট ভ্রমণের টিকিট বিক্রি ও প্রবেশ শনিবার রাত থেকে বন্ধ রেখেছে।

এদিকে, তিব্বতের দক্ষিণে অবস্থিত নেপালেও ভারি বৃষ্টিতে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত নেপালে অন্তত ৪৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক সড়কপথ বন্ধ হয়ে গেছে।

সর্বশেষ সংবাদ

দল বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় ‘শাপলা কলি’ যুক্ত হয়েছে: ইসি সচিব

কোনও দলের বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় কমিশন 'শাপলা কলি' যুক্ত করেছে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব...

এই বিভাগের অন্যান্য সংবাদ