spot_img

পাক বাহিনীর অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’র ১৪ সদস্য নিহত

অবশ্যই পরুন

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর ১৪ সদস্য নিহত হয়েছে। সেইসাথে, আহত হয়েছে আরও ২০ জন। নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, গোষ্ঠীটি ভারতের প্রক্সি গ্রুপ হিসেবে কাজ করে।

শনিবার (৪ অক্টোবর) খুজদার জেলার জেহরি এলাকায় পরিচালিত হয় এ অভিযান।

পাকিস্তানে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতার জন্য বেশ কিছুদিন ধরেই গোষ্ঠীটির ওপর নজর রাখছিল গোয়েন্দা সংস্থাগুলো। পরে সন্ত্রাসী গোষ্ঠীটির উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে অভিযান শুরু করে তারা। নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয় পুরো এলাকা।

এ সময়, সশস্ত্র গোষ্ঠীটির সদস্যদের সাথে গোলাগুলি চলে ঘণ্টাখানেক ধরে। এতে ১৪ জন নিহত এবং ২০ জন আহত হয়। এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানায় পাকিস্তানের সেনাবাহিনী।

উল্লেখ্য, কিছুদিন আগেই, বালুচিস্তানে অভিযান পরিচালনা করে দেশটির সেনাবাহিনী। এতে প্রাণ হারায় ৭ জন। তারাও সকলেই ভারতীয় অর্থ ও অস্ত্র দ্বারা মদদপুষ্ট ছিল বলে অভিযোগ নিরাপত্তা বাহিনীর।

সর্বশেষ সংবাদ

দেশের উন্নয়নে দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থ উপদেষ্টা

স্বপ্ন, পরিশ্রম ও মানবিকতার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ