সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক উপমন্ত্রী সউদ আল সাতে রিয়াদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতির সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে এ তথ্য প্রকাশিত হয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সেই সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছে।
সূত্র: মেহের নিউজ

