এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য হোয়াইটওয়াশ। সেই মিশনেই আজ রোববার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলি অনিক।
এর আগের দুই ম্যাচে দারুণ পারফরম্যান্সে জয় পাওয়া টাইগাররা আজও জয়ের ধারা ধরে রাখতে চায়। রশিদ খান ও মোহাম্মদ নবীর অভিজ্ঞতা নিয়ে মাঠে নামা আফগানিস্তানও মরিয়া সম্মান রক্ষার ম্যাচ জিতে সিরিজ শেষ করতে।
এদিকে আগের ম্যাচে খরুচে বোলিং করা নুর আহমেদকে বাদ দিলো আফগানিস্তান। তার জায়গায় আন্তর্জাতিক অভিষেক করানো হলো বশির আহমেদের।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক (অধিনায়ক, উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।
আফগানিস্তান একাদশ: সেদিকউল্লাহ অতল, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ওয়াফিউল্লাহ তারাখিল, দারউইশ রসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, আব্দুল্লাহ আহমেদজাই, মুজিব উর রহমান ও বরিশাদ আহমেদ।

