spot_img

কোরআন অবমাননার অভিযোগে অপূর্ব পালকে কারাগারে পাঠানোর নির্দেশ

অবশ্যই পরুন

রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে গ্রেফতার শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতে জানান, অভিযুক্ত শিক্ষার্থী কোরআন শরীফ পদদলিত করার বিষয়টি স্বীকার করেছে। পরে কারাগারে আটক রাখার আবেদন করলে তা মনজুর করেন আদালত।

এর আগে, গতকাল রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

সর্বশেষ সংবাদ

ট্রাইব্যুনাল যে রায় দেবে তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে সোমবার (১৭...

এই বিভাগের অন্যান্য সংবাদ