spot_img

বিগ বসের আসরে মেজাজ হারেলেন সালমান খান

অবশ্যই পরুন

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর আসরে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন বলিউডের ভাইসান সালমান খান। আর এবার এই আসরেই মেজাজ হাড়িয়ে আলোচনায় সালমান। এবারের ‘উইকএন্ড কা ভার’ পর্ব নিয়েই এই আলোচনার সূত্রপাত। এইবার সালমান বেশ ক্ষুব্ধ ছিলেন করে অভিনেত্রী ও প্রতিযোগী আশনূর কৌরের কারণে।

হিন্দুস্তান টাইমস প্রচারে আসা নতুন প্রোমোতে দেখা গেছে, সালমান খানের মুখোমুখি হচ্ছেন আশনূর কৌর। তার আচরণ নিয়ে ক্ষুব্ধ সালমান বলেন, তুমি বিগ বসকে এমনভাবে আদেশ দিচ্ছো যেন উনি তোমার ‘বড় পাপা’। বলছো, ‘ফুটেজ এখনই দেখাও’? তুমি কে বলো তো। আর তুমি তো জানোই না ঘরের ভিতরে কী ঘটছে। যদি আমি সেই ফুটেজ দেখাই, তুমি নিজের ওপরই লজ্জা পাবে। এখন তোমাকে এমন অহংকারী লাগছে, যেন নিজের বাইরে কিছুই দেখতে পাচ্ছো না।

সালমানের এমন তীব্র মন্তব্যে আশনূর স্পষ্টতই হতভম্ব হয়ে যান। শুধু আশনূরই নন, এই পর্বে কড়া ভাষায় শুনতে হয়েছে অভিনেত্রী কুনিক্কা সদানন্দকেও। ক্যাপ্টেন্সি টাস্কে সংগীত পরিচালক আমাল মালিক ও অভিনেতা অভিষেক বাজাজের মধ্যে ঝগড়ার জন্য তিনিই দায়ী বলে মন্তব্য করেন সালমান। তিনি বলেন, কুনিক্কা, নিজের সম্মান তোমার নিজের হাতে। বারবার একই ভুল করছো। কিছুটা পরিপক্বতা ফিরিয়ে আনো।

সালমান খানের সঞ্চালনায় বিগ বস ১৯–এর এবারের থিম ‘ঘরওয়ালো কি সরকার’। প্রচার শুরুর থেকেই বেশ আলোচনায় আছে এবারের আসর। সালমানের সঞ্চালনা শোটির ভিন্ন মাত্রা যোগ করেছে এবারেও।

সর্বশেষ সংবাদ

কমিশনের সুপারিশে জাতি বিভক্ত হবে, ঐক্য হবে না: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা কিন্তু কমিশন যে সমস্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ