লা লিগায় এক ম্যাচ বিরতির পর জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে জাবি আলোনসোর দল। রিয়ালের জয়ে জোড়া গোল করে ম্যাচের নায়ক ভিনিসিউস জুনিয়র। দ্বিতীয়ার্ধের শুরুতে দলের হয়ে প্রথম গোল করার পর সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ভিয়ারিয়াল এক গোল শোধ করলেও শেষ দিকে গোল করে জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপ্পে।
প্রথমার্ধে কিছুটা ম্লান থাকলেও বিরতির পর বদলে যায় রিয়ালের চেহারা। পুরো ম্যাচে তারা বল দখলে রাখে প্রায় ৭০ শতাংশ সময়। নেয় ২৬টি শট—এর মধ্যে ৭টি ছিল লক্ষ্যে।
৪৭তম মিনিটে এমবাপ্পের ফ্লিক থেকে বল পেয়ে দূরের পোস্ট লক্ষ্য করে শট নেন ভিনিসিউস। প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে দিক বদলে বল জালে জড়ায়। ৬৯তম মিনিটে নিজে ফাউলের শিকার হয়ে পাওয়া পেনাল্টি থেকে গোল করে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোলটি করেন তিনি।
৭৩তম মিনিটে ভিয়ারিয়ালের হয়ে জর্জেস মিকাউতাদজে দুর্দান্ত এক শটে ব্যবধান কমান। তবে ৮১তম মিনিটে ব্রাহিম দিয়াসের পাস পেয়ে ডান পায়ের শটে গোল করেন এমবাপ্পে, ব্যবধান দাঁড়ায় ৩-১। গোল করার পর কিছুক্ষণ পরই চোট পেয়ে মাঠ ছাড়েন এই ফরাসি তারকা।
৮ ম্যাচে সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল। আগের রাউন্ডে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তাদের ৫-২ গোলে হারের সুযোগ কাজে লাগিয়ে চূড়ায় ওঠা বার্সেলোনা নেমে গেছে দুইয়ে।