ওল্ড ট্র্যাফোর্ডে টানা তৃতীয় জয় তুলে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার রুবেন আমোরিমের ওপর চাপ কিছুটা কমিয়েছে। সান্ডারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয়ে গোল করেন মেসন মাউন্ট ও বেনিয়ামিন সেসকো।
ম্যাচের শুরু থেকেই ইউনাইটেড আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। ম্যাথিউস কুনহার পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে দারুণ এক গোল করেন মাউন্ট। ম্যাচের ৮ মিনিটে প্রথম গোলটি করেন মাউন্ট। আর ৩১ মিনিটে দ্বিতীয় গোলটি আসে সেসকোর পা থেকে।
ঘরের মাঠে জিতে আপাতত অষ্টম স্থানে উঠে এসেছে ইউনাইটেড। ৭ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১০। ১ ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে ৭ নম্বরে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সান্ডারল্যান্ড।
সান্ডারল্যান্ড শুরুতে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও, ইউনাইটেডের রক্ষণভাগ সামলাতে ব্যর্থ হয়।
এই জয়ের ফলে ইউনাইটেড লিগ টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে, যদিও তারা এখনো সান্ডারল্যান্ডের চেয়ে এক পয়েন্ট পেছনে, যারা ষষ্ঠ স্থানে আছে। আন্তর্জাতিক বিরতির পর, আমোরিমের সামনে পরবর্তী চ্যালেঞ্জ লিভারপুলের বিপক্ষে। আর সেটা আনফিল্ডে অ্যাওয়ে ম্যাচে।