spot_img

গাজা যুদ্ধবিরতিতে হামাসের সাড়া, সুযোগ কাজে লাগাতে আহ্বান জাতিসংঘ মহাসচিবের

অবশ্যই পরুন

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে হামাসের সদিচ্ছাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (৩ অক্টোবর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিচ এক বিবৃতিতে বলেন, ‘গুতেরেস সকল পক্ষকে আহ্বান জানাচ্ছেন এই সুযোগ কাজে লাগিয়ে গাজার মর্মান্তিক সংঘাতের অবসান ঘটাতে।’

এর আগে, শুক্রবার হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক ঘোষণা দেন যে, গোষ্ঠীটি নীতিগতভাবে ট্রাম্পের যুদ্ধবিরতির পরিকল্পনা মেনে নিয়েছে। তিনি জানান, পরিকল্পনার মূল কাঠামোতে তাদের সম্মতি রয়েছে, তবে বাস্তবায়নের জন্য আরও আলোচনা প্রয়োজন।

গুতেরেস কাতার ও মিসরের মধ্যস্থতাকারী প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটিকে ‘অমূল্য সহায়তা’ বলে অভিহিত করেন।

তিনি আরও বলেন, জাতিসংঘ মহাসচিব তার পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করছেন—তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, সকল বন্দির নিঃশর্ত মুক্তি এবং অবাধ মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করতে হবে।

জাতিসংঘ জানায়, এসব লক্ষ্য অর্জনের যেকোনো প্রচেষ্টায় তারা সহায়তা অব্যাহত রাখবে, যাতে গাজার মানুষের ভোগান্তি আর না বাড়ে।

সর্বশেষ সংবাদ

ইতিহাসের পথে জাপান, পেতে যাচ্ছে প্রথম নারী প্রধানমন্ত্রী

রক্ষণশীল জাতীয়তাবাদী সানা তাকাইচিকে শনিবার দলের প্রধান হিসেবে নির্বাচিত করেছে জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। দলের এমন সিদ্ধান্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ