ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পৃক্ততার অভিযোগে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (৪ অক্টোবর) খুজেস্তান প্রদেশের আহভাজ শহরে ফাঁসিতে ঝোলানো হয় তাদের।
এছাড়া একজন আলেমকে হত্যার দায়ে ফাঁসি দেয়া হয় এক কুর্দিকেও। এ খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
আদালতের রায়ে বলা হয়, সন্ত্রাসবাদ, বোমা হামলা ও নিরাপত্তা বাহিনীর হত্যাকাণ্ডে জড়িত ছিলো অভিযুক্তরা। বিদেশি শত্রুর থেকে অর্থ ও অস্ত্র সহায়তা গ্রহণের অভিযোগও তোলা হয় তাদের বিরুদ্ধে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা ও আলেমের হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলো দণ্ডপ্রাপ্তরা।