spot_img

টি-টোয়েন্টিতে আলো ছড়িয়ে প্রথমবার ওয়ানডে দলে ডাক পেলেন সাইফ

অবশ্যই পরুন

আসন্ন আফগানিস্তান সিরিজের জন্য ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির এই সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

ঘোষিত দলে বড় কোনো পরিবর্তন না থাকলেও সবচেয়ে বড় চমক হচ্ছেন সাইফ হাসান। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো পারফর্ম করা সাইফ এশিয়া কাপেও নজর কাড়েন। তার ধারাবাহিকতার পুরস্কার হিসেবেই এবার ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে। বিসিবির মতে, সাইফের অন্তর্ভুক্তি ব্যাটিং লাইনআপে বাড়াবে গভীরতা।

দলে দুটি পরিবর্তন এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজের তুলনায়। ইনজুরির কারণে ছিটকে গেছেন লিটন কুমার দাস, আর বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন।

এদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ পাঁচ ক্রিকেটার—নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানভির ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব আজ রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন। বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাইম শেখ এখনও ভিসা জটিলতায় ভুগছেন। ভিসা পেলেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন। একই সমস্যা দেখা দিয়েছে টি-টোয়েন্টি দলে থাকা সৌম্য সরকারের ক্ষেত্রেও। বিসিবি জানিয়েছে, বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা।

সর্বশেষ সংবাদ

দেশের উন্নয়নে দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থ উপদেষ্টা

স্বপ্ন, পরিশ্রম ও মানবিকতার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ