spot_img

ট্রাম্পের শান্তি প্রস্তাব বাস্তবায়নে রাজি ইসরায়েল

অবশ্যই পরুন

গাজায় চলমান সংঘাত বন্ধে ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে কাজ করতে রাজি ইসরায়েল। পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছে তারা। হামাসের প্রতিক্রিয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে এ তথ্য।

২০ দফা শান্তি প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া এবং ট্রাম্পের গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বানের পর একটি দুই লাইনের বিবৃতি দিয়েছে তেলআবিব।

সেখানে প্রস্তাবের প্রথম ধাপ বলতে উল্লেখ করা হয়েছে, সব জিম্মি মুক্তির কথা। বলা হয়েছে, যুদ্ধ শেষের লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সহযোগী দলের সাথে পূর্ণ সহযোগিতার ভিত্তিতে কাজ করবে ইসরায়েল।

যা ট্রাম্পের ভিশন এবং তেলআবিবের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জানিয়েছে ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে কাজ করতে রাজি তারাও।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিখেছেন, ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে, যাতে আমরা জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করতে পারি।

সর্বশেষ সংবাদ

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে লামিনে ইয়ামাল

আবারও ইনজুরিতে পড়েছেন লামিন ইয়ামাল। চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের কুঁচকির চোটে পড়েন এই স্প্যানিশ তারকা। শুক্রবার (৩ অক্টোবর) জর্জিয়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ