spot_img

ফ্লোটিলার আটক অভিযাত্রীদের অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি শুরু

অবশ্যই পরুন

ইসরায়েলি নৌ-বাহিনীর অবৈধ অভিযানে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অধিকারকর্মীরা অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি শুরু করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অন গাজা। বিবৃতিতে তারা ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভিরের মন্তব্যেরও তীব্র নিন্দা জানান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আন্তর্জাতিক জলসীমায় আটক কর্মীদের মুখোমুখি হয়ে বেন-গভির তাদের ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

কমিটির পক্ষ থেকে এক্স (সাবেক টুইটার)-এ দেয়া বিবৃতিতে বলা হয়, ‘গণহত্যার দায়ীদের কাছ থেকে এর চেয়ে আলাদা কিছু প্রত্যাশা করার নেই। তারা তাদের মন্ত্রীকে পাঠিয়েছেন, যিনি দেহরক্ষীদের নিরাপত্তা বলয়ে থেকে বিশ্বজুড়ে ৫০টি দেশের শান্তিকামী কর্মীদের সামনে দাঁড়িয়ে উদ্ধত আচরণ করছেন।’

সংগঠনটি আরও জানায়, আটক কর্মীরা অহিংস উপায়ে প্রতিবাদ-প্রতিরোধের অংশ হিসেবে অনশন চালিয়ে যাচ্ছেন। তারা আন্তর্জাতিক আইন অমান্য না করে শুধুমাত্র শান্তিপূর্ণ উপায়ে গাজার ওপর আরোপিত ইসরায়েলি অন্যায্য অবরোধ ভাঙতে মানবিক পদক্ষেপ নিয়েছিলেন।

সর্বশেষ সংবাদ

দেশের উন্নয়নে দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থ উপদেষ্টা

স্বপ্ন, পরিশ্রম ও মানবিকতার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ