spot_img

ফিরছে ‘পিকি ব্লাইন্ডার্স’

অবশ্যই পরুন

জনপ্রিয় ব্রিটিশ ক্রাইম-ড্রামা সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’ আবারও ছোট পর্দায় ফিরে আসছে। বিবিসি বৃহস্পতিবার (২ অক্টোবর ) ঘোষণা করেছে, সিরিজটির নতুন সিক্যুয়েল তৈরি হচ্ছে। যেখানে দেখা যাবে শেলবি পরিবারের নতুন প্রজন্মকে।

সিরিজটির নির্মাতা ও লেখক স্টিভেন নাইট তৈরি করছেন এই নতুন অধ্যায়, যার প্রেক্ষাপট ১৯৫৩ সালের ব্রিটেনের। নেটফ্লিক্স ও বিবিসি যৌথভাবে দুটি সিজন প্রযোজনা করবেন। প্রতিটি সিজনে থাকবে ছয়টি পর্ব, প্রতিটি ৬০ মিনিটের।

মূল সিরিজের তারকা কিলিয়ান মারফি থাকছেন নির্বাহী প্রযোজক হিসেবে। তবে কারা এই সিরিজে থাকবেন, তার এখনও ঘোষণা করা হয়নি।

স্টিভেন নাইট বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি, পিকি ব্লাইন্ডার্স-এর নতুন অধ্যায় শুরু হচ্ছে। গল্পের শিকড় থাকবে বার্মিংহামে। নতুন প্রজন্মের শেলবি পরিবার নেতৃত্ব নেবে। এটি হবে ভীষণ উত্তেজনাপূর্ণ এক যাত্রা।’

বিবিসির ড্রামা বিভাগের পরিচালক লিন্ডসে সল্ট বলেন, ‘১২ বছর আগে পিকি ব্লাইন্ডার্স আমাদের পর্দায় বিপ্লব এনেছিল। এবারও স্টিভেন তার জাদু দেখাবেন। দর্শকদের জন্য দারুণ নাটকীয়তা অপেক্ষা করছে।’

নতুন সিরিজটি বার্মিংহামের ডিগবেথ লোক স্টুডিওতে শুট করা হবে।

এদিকে, সিরিজের পাশাপাশি পিকি ব্লাইন্ডার্স ভক্তদের জন্য বড় চমক অপেক্ষা করছে। ২০২৬ সালের শুরুতে মুক্তি পাবে সিরিজের চলচ্চিত্র ‘দ্য ইমমর্টাল ম্যান’। এতে টমাস শেলবি চরিত্রেও থাকবেন সেই কিলিয়ান মারফি। আরও থাকছেন স্টিফেন গ্রাহাম, রেবেকা ফার্গুসন, টিম রথ এবং ব্যারি কিওঘান। ছবিটি পরিচালনা করছেন টম হারপার এবং চিত্রনাট্য লিখেছেন স্টিভেন নাইট।

সর্বশেষ সংবাদ

ফ্লোটিলার আটক অভিযাত্রীদের অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি শুরু

ইসরায়েলি নৌ-বাহিনীর অবৈধ অভিযানে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'র অধিকারকর্মীরা অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি শুরু করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ