spot_img

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে

অবশ্যই পরুন

টেস্ট খেলুড়ে দেশ হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে খেলতে পারেনি জিম্বাবুয়ে। মূলত বাছাইপর্বের বাধা পেরোতে না পারায় সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টে খেলতে পারেনি দলটি। তবে এবার আর ব্যর্থ হয়নি তারা। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে আগামী বছরের টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে সিকান্দার রাজার দল।

আফ্রিকা অঞ্চলের বাছাইয়ের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার কেনিয়াকে উড়িয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে জিম্বাবুয়ে। হারারেতে এদিন ৭ উইকেটে জিতেছে তারা। কেনিয়াকে ১২২ রানে আটকে দিয়ে ৩০ বল আগে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় স্বাগতিকরা। যেখানে দলটির জয়ের নায়ক ব্রায়ান বেনেট।

জিম্বাবুয়ের হয়ে রান তাড়া করতে নেমে ২ ছক্কা ও ৮ চারে ২৫ বলে ৫১ রানের খুনে ইনিংস খেলেন বেনেট। তার সঙ্গে ৭৬ রানের উদ্বোধনী জুটিতে ৫ চারে ৩৯ রান করেন টাডিওয়ানাশে মারুমানি। কেনিয়ার ইনিংসে কেবল একজনই যা একটু ব্যাট করেছেন। ৪৭ বলে ৬৫ রান করেন রাকেপ প্যাটেল। দলটির আর কেউ ২০ রানও করতে পারেননি।

এর আগে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের প্রথম সেমিফাইনালে তানজানিয়াকে হারিয়ে টানা চতুর্থ আসরে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে নামিবিয়া। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বৈশ্বিক আসরে আফ্রিকা থেকে খেলবে মোট তিনটি দল। সরাসরি জায়গা করে নিয়েছে গত আসরের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের আর কেবল তিনটি জায়গা বাকি আছে। এই তিন দল আসবে এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্ব থেকে।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে দখলদার বাহিনীটির হামলায় একদিনে আরও ৫৩ জন নিহত...

এই বিভাগের অন্যান্য সংবাদ