spot_img

জাপানে হিটস্ট্রোকে হাসপাতালে ভর্তি ১ লাখেরও বেশি মানুষ

অবশ্যই পরুন

এই গ্রীষ্মে জাপানে হিটস্ট্রোকের কারণে ১ লাখেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশের ইতিহাসে এই প্রথম হিটস্ট্রোকের কারণে হাসপাতালে ভর্তির সংখ্যা ১ লাখের গণ্ডি পেরোলো।

জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি মঙ্গলবার জানিয়েছে যে মে মাস থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ১৪৩ জন হিটস্ট্রোক নিয়ে হাসপাতালে প্রেরিত হয়েছেন বলে এনএইচকে ওয়ার্ল্ড জাপান জানিয়েছে।

২০১৫ সালে এই সমীক্ষার সময়কাল মে মাস পর্যন্ত বাড়ানোর পর থেকে এবারই প্রথম এই সংখ্যা ১ লাখ ছাড়াল। এই বছরের মোট সংখ্যা গত বছরের রেকর্ড ৯৭ হাজার ৫৭৮ জনকেও অতিক্রম করেছে।

এ বছর হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মোট ১১৬ জন রোগীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, গুরুতর লক্ষণ দেখা দেওয়ায় ৩৬ হাজার ৪৪৮ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণরা ছিলেন মোট ৫৭ হাজার ২৩৫ জন, যা মোট সংখ্যার অর্ধেকেরও বেশি।

গত মাসেই জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছিল যে এই বছর দেশটি তাদের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম গ্রীষ্মকাল পার করেছে। সংস্থাটি জানায়, জুন, জুলাই এবং আগস্ট মাসের জন্য দেশের গড় তাপমাত্রা ২০২০ সাল পর্যন্ত ৩০ বছরের গড় তাপমাত্রার চেয়ে ২ দশমিক ৩৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা ১৮৯৮ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।

সর্বশেষ সংবাদ

উইন্ডিজদের বিপক্ষে বড় জয়ে সিরিজ বাংলাদেশের

মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৭ রানে ক্যারিবীয়দের আটকে দিয়ে ১৭৯ রানের বড় জয় পেল...

এই বিভাগের অন্যান্য সংবাদ