spot_img

ব্রাজিলিয়ান ও ইংলিশ তারকার গোলে অলিম্পিয়াকসকে হারালো আর্সেনাল

অবশ্যই পরুন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকসকে ২-০ গোলে পরাজিত করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। ম্যাচে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও ইংলিশ উইঙ্গার বুকায়ো সাকা।

পুরো ম্যাচজুড়েই আধিপত্য দেখালেও গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় এক পর্যায়ে স্নায়ুচাপে পড়ে যায় মিকেল আর্তেতার দল। তবে শেষ সময়ে বুকায়ো সাকার গোলে স্বস্তি পায় ‘গানার্স’রা। এ জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগে জয় পেল আর্সেনাল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিক আর্সেনাল। দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ মিস করেন মার্টিনেল্লি। তবে ১২তম মিনিটে পোস্টে লেগে ফিরে আসা ভিক্টর গিওকোরেসের শট থেকে বল পেয়ে তা জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড (১-০)।

প্রথমার্ধে আরও বেশকিছু গোলের সুযোগ নষ্ট করে আর্সেনাল। সুযোগ পেয়েছিল অলিম্পিয়াকসও। সাবেক উলভস ফরোয়ার্ড ড্যানিয়েল পোডেন্সের একটি দুর্দান্ত ভলি একহাতে রক্ষা করেন আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া।

দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ডেকলান রাইস। তিনি মাঝমাঠে গতি বাড়ান এবং তার পাস থেকে ওডেগার্ড ও লিয়ান্দ্রো ত্রোসার্ড গোলের সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হন। এরপর ৭৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন বুকায়ো সাকা ও এবেরেচি এজে।

ম্যাচের যোগ করা সময়ে, ৯০+২ মিনিটে ওডেগার্ডের পাস পেয়ে গোল করেন সাকা। তার নিখুঁত শটের সামনে কিছুই করার ছিল না প্রতিপক্ষ গোলরক্ষকের।

এই জয়ে গ্রুপপর্বে শক্ত অবস্থান নিশ্চিত করেছে আর্সেনাল, এবং চ্যাম্পিয়ন্স লিগে তাদের ধারাবাহিকতা বজায় রেখেছে আর্তেতার দল।

সর্বশেষ সংবাদ

শীঘ্রই জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন প্রাণী: ফরিদা আখতার

জাতীয় চিড়িয়াখানার স্বাভাবিক পরিবেশের উন্নয়নে জনবল ঘাটতি দ্রুত পূরণ করা হবে এবং অনেকগুলো প্রাণীর স্বাভাবিক আয়ু ফুরিয়ে যাওয়ায় শিগগিরই...

এই বিভাগের অন্যান্য সংবাদ