spot_img

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করলো বিসিবি

অবশ্যই পরুন

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ খেলতে আগামী ১৫ অক্টোবর ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশ সফরে ক্যারিবীয়রা খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর। পরের দুটি ম্যাচ ২০ ও ২৩ অক্টোবর। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

এরপর ২৬ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি ম্যাচ ২৮ ও ৩১ অক্টোবর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে, সন্ধ্যা ৬টায়।

বর্তমানে শারজাতে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে পরাজয়ের মুখ দেখা ক্যারিবীয়রা বাকি দুটি ম্যাচ খেলবে ২৯ ও ৩০ সেপ্টেম্বর।

সর্বশেষ সংবাদ

সাকিব-সাইফের পর আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিনও

আবুধাবি টি-টেন লিগে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান ও সাইফ হাসান। এবার দল পেলেন আরো এক বাংলাদেশি ক্রিকেটার।...

এই বিভাগের অন্যান্য সংবাদ